রাজধানীর লালমাটিয়ায় প্রকাশ্যে ধূমপান করা নিয়ে দুই তরুণীকে লাঞ্ছনার ঘটনার জেরে বিক্ষোভে ফুঁসে উঠেছেন আন্দোলনকারীরা।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যের প্রতিবাদে তার কুশপুত্তলিকা দাহ করেছে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’ নামের একটি সংগঠন।
ঘটনাটি ঘটে গত শনিবার, যখন লালমাটিয়ার একটি চায়ের দোকানে ধূমপান করায় দুই তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ বিষয়ে রোববার সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য চাইলে তিনি বলেন, “আমি যতটুকু জেনেছি, তারা নাকি সিগারেট খাচ্ছিল, কিছু লোক নামাজ পড়তে যাচ্ছিলেন, তারা বাধা দেওয়ায় তাদের ওপর চা ছুড়ে মারা হয়েছিল।” তিনি আরও বলেন, “পাবলিক প্লেসে ধূমপান নারী-পুরুষ সবার জন্য অপরাধ, তাই এটি এড়ানো উচিত।”
তার এই বক্তব্যকে পক্ষপাতদুষ্ট আখ্যা দিয়ে সোমবার (৩ মার্চ) বিক্ষোভকারীরা লালমাটিয়ায় সমবেত হয়ে প্রতিবাদ জানান। পরে মিছিল সহকারে জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করেন এবং তার পদত্যাগের দাবি জানান।