স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে কক্সবাজারে মশালমিছিল
সারা দেশে নারী নির্যাতন ও দলবদ্ধ বিশৃঙ্খলা (মব জাস্টিস) ঠেকাতে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে কক্সবাজারে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার রাতে “কক্সবাজার নিপীড়নবিরোধী মঞ্চ” উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ঘুম গাছতলা এলাকার পুরাতন শহীদ মিনার প্রাঙ্গণে। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), উদীচী, খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, গ্রিন ভয়েস, ডিভা ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। সমাবেশের সভাপতিত্ব করেন জেলা খেলাঘর আসরের সভাপতি সুবিমল পাল পান্না।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাইনি, যেখানে পোশাকের অজুহাতে নারীদের লাঞ্ছিত হতে হবে। নারী নির্যাতনের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি, গত সাত মাসে দলবদ্ধ বিশৃঙ্খলা ও বিচারবহির্ভূত কার্যকলাপের যে ঘটনা ঘটেছে, সেগুলোরও বিচার নিশ্চিত করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা স্পষ্ট, তাই তার পদত্যাগ করা উচিত।’
বাংলাদেশ যুব ইউনিয়ন কক্সবাজার জেলা শাখার নেত্রী ফাতেমা আক্তার বলেন, ‘যে ব্যক্তি ধর্ষণের মতো অপরাধ করে, সে কখনো প্রকৃত মানুষ হতে পারে না। সে সমাজের জন্য ভয়ানক এক পিশাচ। এ ধরনের অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।’