নাঈম ইসলাম সংগ্রাম
হাবিপ্রবি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) রোটার্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন হয়েছে।
শনিবার (৩১ মে) রোটার্যাক্ট ক্লাব অব এইচএসটিউ এর নির্বাচন কমিশনার রোটারেক্ট মো. ইশতিয়াক হাসান উক্ত কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী রোটার্যাক্ট মো. সিয়াম ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রোটার্যাক্ট শ্রী নিলয় কুমার দেবনাথ।
সভাপতি মো. সিয়াম ইসলাম তার অনুভূতি ব্যাক্ত করে বলেন, “রোটার্যাক্ট ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার জীবনের এক গর্বের মুহূর্ত। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি সুযোগ—সেবার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার। আমি কৃতজ্ঞ ক্লাবের সকল সদস্যের প্রতি, যারা আমাকে এই গুরুদায়িত্বে বিশ্বাস করেছেন। তিনি আরো বলেন,
আমার স্বপ্ন হলো রোটার্যাক্ট ক্লাবকে এমন একটি প্ল্যাটফর্মে রূপান্তর করা, যেখানে তরুণরা নেতৃত্ব, সেবা এবং উদ্ভাবনের মাধ্যমে নিজেদের গড়ে তুলবে এবং সমাজে প্রভাব ফেলবে।
আমরা আগামি দিনে আরও কার্যকরী প্রকল্প, সামাজিক উদ্যোগ এবং প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য—‘স্বেচ্ছাসেবার মাধ্যমে নেতৃত্ব বিকাশ’—বাস্তবায়নে কাজ করব।
বিশ্বাস করি, ঐক্যবদ্ধভাবে আমরা গড়ে তুলতে পারব একটি আরও সচেতন, মানবিক ও শক্তিশালী সমাজ।”
সাধারণ সম্পাদক শ্রী নিলয় কুমার দেবনাথ বলেন,
“ধন্যবাদ জানাই, রোটার্যাক্ট ক্লাব অব এইচএসটিইউকে আমাকে এতবড় একটা সুযোগ প্রদান করার জন্য।রোটার্যাক্ট ক্লাব আমাকে সেবার করার এতবড় একটা প্লাটফর্ম করে দিয়েছে জানি না কতটুকু দিতে পারবো ক্লাবকে।তবে নিজের সবটুকু দিয়ে ক্লাবের জন্য কাজ করে যাবো।”