যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) উদযাপিত হয়েছে সরস্বতী পূজা।
পূজা উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় হাবিপ্রবির পূজা উদযাপন কমিটি ও সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিমা স্থাপন, অঞ্জলি প্রদান, ধর্মসভা, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধারতি ইত্যাদি আয়োজন ছিল।
উক্ত পূজা উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, কৃষি অনুষদের ডীন প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর ড. মো. নিজাম উদ্দীনসহ প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড. শ্রীপতি সিকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কৌশিক সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র রায়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ। স্বাধীনতা যুদ্ধে আমরা সকল ধর্ম, বর্ণ, ধনী-গরীব ও সমাজের সর্বস্তরের মানুষ শান্তিতে বসবাস করার জন্য একসঙ্গে মিলেমিশে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছি। যাঁরা জুলাই-আগস্ট বিপ্লবে প্রাণ দিয়ে দেশটাকে রক্ষা করেছে, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সকলে মিলে মিশে রক্ষা করা।
উপাচার্য যুক্ত করে আরো বলেন,আমাদের এই বাংলাদেশ সকল ধর্মের সমন্বয়ে একটি ফুল বাগান। যেখানে নানান বর্ণের ফুল থাকবে আর সনাতন ধর্মের শিক্ষার্থীরা তন্মধ্যে একটি ফুল। তাই, শ্রীপঞ্চমীর পূণ্যতিথিতে আমাদের শপথ নিতে হবে জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা অত্র বিশ্ববিদ্যালয় তথা দেশের মধ্যে সর্বদা শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখবো।
নাঈম//বিএন