হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) একাউন্টিং ডিপার্টমেন্ট আয়োজিত একাউন্টিং সুপার লীগ সীজন-১ এ চ্যাম্পিয়ন হয়েছে একাউন্টিং স্পার্ক-২১।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টির শেখ রাসেল হল মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ক্যাশ কিং-২০ কে ১০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় একাউন্টিং স্পার্ক ২১ ।টসে হেরে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১১০ রান করে টিম একাউন্টিং স্পার্ক -২১।তার জবাবে ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রান করতে সমর্থ হয় ক্যাশ কিং -২০।
খেলা শেষে দুপুর দেড়টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জরুরী আর্থিক ও প্রশাসনিক দায়িত্বে থাকা প্রফেসর ড. হাসান ফুয়াদ এল-তাজ।
বিজনেস স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো.মামুনার রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রফেসর ড.শেখ মোস্তাক আহমেদ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বর্তমান রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড.মো.শামসুজ্জোহা,প্রফেসর রাফিয়া আখতার,প্রফেসর ড.মো.আবুল কালাম সহ বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং খেলোয়াড় বৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলার মাধ্যমে শরীর ও মন ভালো থাকে।যে কোনো রকমের খারাপ প্রবঞ্চনা থেকে দূরে থাকা যায়। একাউন্টিং বিভাগের এমন সুন্দর আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
উক্ত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে ২১ ব্যাচের রাহুল ইসলাম। সে বল হাতে ২ টি উইকেট এবং ব্যাট হাতে ৬৫ রান করেছে। টুর্নামেন্ট সেরা হয়েছে ২০ ব্যাচের ফারহান লাবিব।সে বল হাতে ৯ টি উইকেট এবং ব্যাট হাতে ৫৫ রান করেছে।
সর্বোচ্চ উইকেট শিকারী ফারহান লাবীব সে ৯ টি উইকেট নিয়েছে।এবং সর্বোচ্চ রান সংগ্রহ করেছে ২২ ব্যাচের সোহাগ। সে মোট ১০৪ রান করেছে।