দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৭ ফেব্রুয়ারি) হাবিপ্রবি পরিসংখ্যান ছাত্র সমিতির আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস অনুষ্ঠিত হয়।
জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মামুনুর রশীদ, রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন। উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. এরফান আলী খোন্দকার। উক্ত সেমিনারে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার বিল স্টেট বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্যাল সায়েন্স এর অধ্যাপক রহমাতুল্লাহ্ ইমন।
প্রধান অতিথির বক্তব্যে হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্থ দেশ পুনর্গঠনে পরিকল্পনাকে জোর দিয়েছিলেন। বর্তমান বিশ্বে তথ্যই শক্তি। আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, ডেলটা প্ল্যান বাস্তবায়নে আজকের পরিসংখ্যানবিদরাই সামনে থেকে নেতৃত্ব দিবে। যেকোনো তথ্য ও উপাত্ত বিশ্লেষণ ছাড়া বৈজ্ঞানিক গবেষণা সম্ভব না। তাই স্মার্ট বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে দক্ষ পরিসংখ্যানবিদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে”।
এর আগে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণের মাধ্যমে জাতীয় পরিসংখ্যান দিবসের আয়োজন শুরু হয়। এরপর দুপর ২টা হতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-০২ ভবনে একটি সেমিনারের আয়োজন করা হয়। প্রশ্নোত্তর পর্বের শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়