দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান সজীব কুমার রায় কে বিভাগীয় চেয়ারম্যানের পদ হতে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়।এ বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পদে নিয়োজিত সজীব কুমার রায়, সহকারী অধ্যাপক এর বিরুদ্ধে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের (সেশন-২০১৯) আনীত অভিযোগের তদন্তের জন্য বিগত ২৪.০৯.২০২৪ তারিখের স্মারক নং-হাবিপ্রবি/সংস্থাঃ/সি-৩/২০০২ (অংশ-১)/৩৫৮ মূলে গঠিত কমিটির সুপারিশের প্রেক্ষিতে অধিকতর তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় আইন-২০০১ এর ১১। (১২) ধারা অনুযায়ী তাঁকে বিভাগীয় চেয়ারম্যান পদ হতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করে তদস্থলে সংশ্লিষ্ট বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম-কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাময়িকভাবে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান পদে নিযুক্ত করা হলো।
বিগত সময়ে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের কিছু শিক্ষার্থীরা তার বিরুদ্ধে পরীক্ষার ফলাফলে নেতিবাচক হস্তক্ষেপের বিষয়ে অভিযোগ করেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আন্দোলনও করেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদ হতে সদ্য অব্যাহতি পাওয়া ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার রায়ের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।