দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির গেট টু গেদারের উদ্বৃত্ত অর্থ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিঞা ভবনের তৃতীয় তলায় বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ৩৪২ নাম্বার কক্ষে দুপুর সাড়ে বারোটার সময় চারটি বিভাগের বিভিন্ন ব্যাচের ২৮ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইদ উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোঃ মামুনার রশিদ,মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ জামাল উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.শেখ মোস্তাক আহম্মেদ ,ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রাফিয়া আখতার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহনাজ পারভীন,গেট টু গেদারের আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শামীম হোসেন,অত্র ফ্যাকাল্টির সাবেক শিক্ষার্থী গেট টু গেদারের সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক সেখ মোঃ শহীদ উজ জামান সহ বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির প্রাক্তন শিক্ষার্থী যারা বর্তমানে উক্ত ফ্যাকাল্টিতে শিক্ষকতার পেশায় নিয়োজিত আছেন।আরো উপস্থিত ছিলেন উপহার গ্রহণ করতে আসা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির হিসাববিজ্ঞান, মার্কেটিং,ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
অর্থ প্রদান অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মোঃ মামুনার রশিদ বলেন, “কোনো একটা কাজের শুরুটাই মূল বিষয়। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির গেট টু গেদারের উদ্বৃত্ত অর্থ আয়োজকরা অত্র ফ্যাকাল্টির মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইদ উপহার হিসেবে প্রদানের যে মহৎ উদ্যেগ নিয়েছেন এটি সত্যিকার্থে অনেক প্রশংসনীয়।অর্থ যেটুকুই হোক বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে যে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে এটাই একটি চ্যালেঞ্জিং ব্যাপার।আশা রাখবো বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি এখন থেকে নিয়মিতভাবে এভাবে শিক্ষার্থীদের পাশে থাকতে পারবে।সেইসাথে প্রত্যাশা থাকবে সুবিধাভোগী শিক্ষার্থীরাও যখন জীবনে ভালো কিছু করবে তারাও যেন তাদের সামর্থ্য অনুযায়ী সকলের পাশে থাকে”।
গেট টু গেদার অনুষ্ঠানের আহ্বায়ক বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সাবেক শিক্ষার্থী ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শামীম হোসেন বলেন, ” আমরা সফলভাবে গেট টু গেদার সম্পন্ন করার পরে উদ্বৃত্ত অর্থ হতে আমাদের ফ্যাকাল্টির অধ্যায়নরত বর্তমান শিক্ষার্থীদের সামান্যতম আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি।আমাদের কিছু অর্থ উদ্বৃত্ত ছিল সেই অর্থটাই আমরা আমাদের বর্তমান শিক্ষার্থীদের ইদ উপহার হিসেবে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।যেই সিদ্ধান্তকে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা সাধুবাদ জানিয়েছে এবং এমন সিদ্ধান্তে অসম্ভব খুশি হয়েছে।আশা রাখছি আমরা ভবিষ্যতে আমাদের ছোট ভাই -বোন অর্থাৎ অধ্যায়নরত শিক্ষার্থীদের আরো ভালো ভালো সহযোগিতা করার মাধ্যমে তাদের পাশে থাকতে পারবো,তাদের পড়াশোনাকে ত্বরান্বিত করতে পারবো”।
এমন অর্থ সহায়তা পেয়ে খুশি হয়েছেন সুবিধাভোগী শিক্ষার্থীরা।তারা বলেন, অর্থের পরিমাণ বড় বিষয় নয়। আমাদের ফ্যাকাল্টির সিনিয়ররা যে আমাদের নিয়ে ভাবেন এটাই অন্য রকম ভালো লাগার।এই ইদ উপহার আমাদের কাছে প্রেরণার মূলমন্ত্র। আমরাও চাই ভালভাবে পড়াশোনা করে জীবনে ভালো কিছু করে মানুষের পাশে দাঁড়াতে।
উল্লেখ্য গত ৮ মার্চ (শুক্রবার) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির প্রথম গেট টু গেদার অনুষ্ঠিত হয়েছিলো।
নাঈম ইসলাম সংগ্রাম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়