যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মহান বিজয় দিবস -২০২৪ উদযাপিত হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকাল ৬:৪৪ টায় প্রশাসনিক ভবন সন্মুখে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। অতঃপর সকাল ৯.০৫ টায় হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা ও উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার -এর নেতৃত্বে বিজয় দিবসের বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি টিএসসির সম্মুখ হতে শুরু হয়ে পুরো ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
পরবর্তীতে সকাল সাড়ে নয়টায় উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির,ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস এম এমদাদুল হাসান ও প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহাকে সাথে নিয়ে সকল শহীদগণের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, হল সুপারসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিজয় দিবস উপলক্ষ্যে উপস্থিত সকলের মাঝে উপাচার্য কর্তৃক প্রদত্ত বাণী পাঠ ও বিতরণ করা হয়। বাণীতে উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা বলেন, “বিজয়ের ৫৩তম বার্ষিকীর এ আনন্দময় দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার ঘোষনা ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সকল জাতীয় নেতৃবৃন্দকে যাঁদের বলিষ্ঠ নেতৃত্ব বিভ্রান্ত জাতিকে দিয়েছিল নতুন দিকনির্দেশনা।
তিনি বলেন,শহীদদের আদর্শকে বুকে ধারণ করে অভ্যন্তরীণ ও বৈশ্বিক নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলা করে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে একটি গণতান্ত্রিক, কল্যাণকর, আত্মমর্যাদাশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। দেশের এই ক্রান্তিকালে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জুলাই—আগস্ট বিপ্লবোত্তর বাংলাদেশে সন্ত্রাস নির্মুল, দূর্নীতি, অর্থনীতি এবং বিচার বিভাগসহ প্রসাশনের সর্বত্র প্রয়োজনীয় সংস্কারের যে বলিষ্ঠ উদ্যোগ নিয়েছেন তা সফল করতে আমাদের আন্তরিক সমর্থন ও সহযোগীতা প্রদান করতে হবে।
নাঈম//বিএন