দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মার্কেটিং বিভাগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহফিলে মার্কেটিং বিভাগের শিক্ষকবৃন্দ,বিজনেস স্টাডিজ অনুষদের অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষকেরা তাদের বক্তব্যে বলেন, আমাদেরকে পবিত্র মাহে রমজানের শিক্ষায় দীক্ষিত হতে হবে।মাহে রমজান আমাদের ধৈর্য্য ও সংযমের শিক্ষা দেয়।আমরা এই পবিত্র রমজানে একে অপরের প্রতি সহমর্মি হবো,শ্রদ্ধাশীল হবো। নিঃসন্দেহে তোমরা একত্রে ইফতার করার মাধ্যমে সেই শিক্ষাটি পাচ্ছো।
সংগ্রাম/আরইউএস