দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) মেডিকেল সেন্টার সংস্কারের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়টির ২৪ ব্যাচের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিল করেন তারা। এরপর বিশ্ববিদ্যালয়টির প্রশাসনিক ভবন সম্মুখে এসে মানববন্ধন করেন তারা।
“এই মুহুর্তে দরকার, মেডিকেল সেন্টারের সংস্কার”,”প্রশাসনের তালবাহানা,চলবে না চলবে না” এমন শ্লোগান দিতে দিতে মিছিল করেন তারা।
সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সেবার মান নিয়ে বিভিন্ন কথা বলেন।তারা বলেন, মেডিকেল সেন্টারে প্রতিদিন ৩-৪ জন এমবিবিএস ডাক্তার ও ৪-৫ জন নার্সকে দিনের নির্দিষ্ট কর্মঘন্টা পর্যন্ত কর্তব্যপরায়ন থাকতে হবে।ছুটির দিনেও পর্যাপ্ত পরিমাণ ডাক্তার এবং নার্স দায়িত্বপরায়ণ থাকতে হবে। কারণ হিসেবে তারা বলেন ছুটির দিনে খেলাধুলা করতে গিয়ে আমরা অনেক সময় অসুস্থ হয়ে যায়। রোগী পরিবহনের জন্য নূন্যতম তিনটি সচল এম্বুলেন্স থাকতে হবে।ডিজিটাল এক্সরে সহ অন্যান্য ডিজিটাল সরঞ্জাম থাকতে হবে।প্রাথমিক চিকিৎসার জন্য ঔষধ ও অন্যান্য সামগ্রী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে।২৪ ঘন্টা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে যেন রাতেও ঠিকমতো চিকিৎসা পাওয়া যায়। সেইসাথে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণের জন্য মেডিকেলের চিকিৎসক, নার্স এবং স্টাফদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি প্রদান করেন।