দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষি অনুষদের গঠিত কৃষিভিত্তিক সংগঠন শস্যবৃত্তের দায়িত্ব হস্তান্তর, কর্মপরিকল্পনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১ নং কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফসল শরীরতত্ত্ব পরিবেশ বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান, কৃষি সম্প্রসারণ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফারুক হাসান, উদ্ধিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মহিদুল হাসান, কৃষিতত্ব বিভাগের প্রফেসর ড. মো. মমিনুর রহমান এবং কৃষি সম্প্রসারণ বিভাগের লেকচারার সুস্মিতা শারমিন সহ কৃষি অনুষদের অন্যান্য শিক্ষক।
এছাড়াও বেঙ্গল এগ্রো টেক এর প্রতিষ্ঠাতা এবং সিইও কৃষিবিদ মুহাম্মদ মমিনুর ইসলাম মুনেম সহ শস্যবৃত্তের সদস্য এবং অন্যান্য শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মো. আবু হাসান তার বক্তব্যে বলেন, অতীতে বহু সংগঠন গঠিত হয়েছে এবং বহু সংগঠন বিলুপ্ত হয়েছে। কিন্তু শস্যবৃত্ত থেকে যাবে।কারণ শস্যবৃত্ত নিঃসন্দেহে অতীতে ভালো কাজ করেছে এবং ভবিষ্যতে তারা আরো ভালো কাজ করবে।শস্যবৃত্তের কৃষিভিত্তিক ভালো কাজের মাধ্যমে দেশের কৃষকেরা উপকৃত হবেন।তাদের জীবনযাত্রার মানে ইতিবাচক পরিবর্তন আসবে। আজকে হয়তো স্বল্প পরিসরে শস্যবৃত্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে।ভবিষ্যতে বড় পরিসরে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে শস্যবৃত্ত তাদের বিভিন্ন অনুষ্ঠান পরিচালিত করবে।এর জন্য যে সহায়ক সহযোগিতা দরকার আমরা করে যাবো।
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে প্রফেসর ড. মো. মহিদুল হাসান বলেন, আমরা কৃষিবিদেরা কৃষি নিয়ে কাজ করতে চাই।বাংলাদেশের কৃষিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে সবসময় কাজ করে যায়। কারণ আমাদের কৃষি সম্পর্কিত জ্ঞান আছে।কৃষি ও কৃষক একে অপরের পরিপূরক। মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের সাথে না মিশলে, কাজ না করলে কৃষি এগিয়ে যাবে না। সে লক্ষ্যেই শস্যবৃত্ত নামে কৃষিভিত্তিক সংগঠনের পথচলা। আহ্বায়ক কমিটি ব্যাপকভাবে কাজ করেছে।যার দরুন আজকের এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।শস্যবৃত্তের একটি সুন্দর ইতিহাস থাকবে।যেইটার মাধ্যমে আমরা না থাকলেও আমাদের কাজগুলো অমর হয়ে থাকবে।বিগত দিনে বন্যা কবলিত অঞ্চলে শস্যবৃত্ত চারা এবং বীজ সরবরাহ করেছে। প্রত্যাশা থাকবে বর্তমান কমিটি সামনের দিনগুলোতে আরো ভালো ভালো কাজ করবে।দেশের নামি-দামি কোম্পানিগুলো তাদের কাজে খুশি হয়ে স্ব-প্রণোদিত হয়ে স্পন্সর দিবে।
শস্যবৃত্তের নবগঠিত কমিটির সভাপতি মো. আখিরুজ্জামান সৌরভ বলেন,কৃষি প্রধান বাংলাদেশে কৃষি ও কৃষক কে এগিয়ে নিতে আমাদের এই অগ্রযাত্রা। যার ধারা অব্যাহত রাখতে একদল তরুণ উদ্দমী কৃষিবিদ ও ভবিষ্যত কৃষিবিদের স্বপ্নে লালিত আমাদের এই সংগঠন শস্যবৃত্ত। আমাদের প্রচেষ্টা দেশের প্রান্তিক পর্যায় থেকে শুরু করে প্রতিটা প্রান্তে কৃষককে টেকসই প্রযুক্তি ও উন্নত কৃষি প্রশিক্ষণ প্রদান করে সর্বোচ্চ উৎপাদন ও কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলা। কৃষিবিদদের ব্যবহারিক জ্ঞান এবং মনস্তাত্ত্বিক উন্নয়ন যা আমাদের সহযোগিতা করবে সেই মাইলফলক স্পর্শ করতে।
১১ মার্চে গঠিত উক্ত শস্যবৃত্তের নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. আখিরুজ্জামান সৌরভ, সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মেহেদী হাসান আকাশ। এতে সিফাত জেরিন নেহা সহসভাপতি, সৌরভ রাজ জয় যুগ্ম সাধারণ সম্পাদক, মো. মোহাইমিনুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মো. আবু রায়হান তালুকদার দপ্তর সম্পাদক, জোবাইদুর রহমান অর্থ সম্পাদক এবং মো. আব্দুল্লাহ আল মামুন নাবিল প্রচার সম্পাদক মনোনীত হয়েছেন।
এছাড়া বিভিন্ন পদে কৃষি অনুষদের অনান্য শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
বেঙ্গল এগ্রো টেক এর স্পন্সরে আজকের দায়িত্ব হস্তান্তর, কর্মপরিকল্পনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটি শস্যবৃত্তের যেকোনো ইতিবাচক কার্যক্রমের সাথে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছে।