দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৬৮ তম একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০ টায় হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা এর সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ভিআইপি কনফারেন্স রুমে উক্ত একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। সেইসাথে সকল শহীদগণের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক মনোনীত ৫ জন সদস্যবৃন্দকে একাডেমিক কাউন্সিলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সভায় ৬৮ জন সদস্য অংশগ্রহণ করেন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
উল্লেখ্য, উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগের পর আজ একাডেমিক কাউন্সিলের প্রথম সভা অনুষ্ঠিত হলো।
নাঈম//বিএন