দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবনিযুক্ত রেজিস্ট্রার হিসেবে যোগদান করলেন ক্রপ ফিজিওলজি এন্ড ইকোলজি বিভাগের প্রফেসর ড. মো. আবু হাসান।
বুধবার (৯ জুলাই) সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে রেজিস্ট্রার কার্যালয়ে তিনি যোগদান করেছেন।
যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কর্মকর্তা- কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেইসাথে বিদায়ী রেজিস্ট্রার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবিরকেও ফুলের তোরা দিয়ে বিদায় দেওয়া হয়।
যোগদানের পরে তিনি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন,সকলে আমার জন্য দোয়া করবেন।যেন সুস্থ শরীরে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে যে কার্যক্রমগুলো দরকার সেই কার্যক্রমগুলো আমার অবস্থান থেকে পালনের চেষ্টা করবো।
তিনি আরো বলেন,প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার বিষয়ে সচেষ্ট থাকবো যেন কোনো গতিশীল কার্যক্রম ব্যাহত না হয়। সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার চেষ্টা করবো। এ বিষয়ে সকলের সহযোগিতাও প্রত্যাশা করেছেন তিনি।
গত ৮ জুলাই হাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্ল্যা প্রফেসর ড. মো. আবু হাসানকে রেজিস্ট্রার নিয়োগ দিয়ে আদেশ প্রদান করেন।