দুই কিংসের লড়াইয়ে পাঞ্জাব কিংসের কাছে হেরে গেলেও চেন্নাই সুপার কিংসের প্রাপ্তি মুস্তাফিজুর রহমানের বোলিং। উইকেট না পেলেও মুস্তাফিজ যা দেখালেন, তা তো উইকেটের চেয়েও বেশি মূল্যবান। চেন্নাই সুপার কিংস তাই মেতেছে মুস্তাফিজ বন্দনায়। এই ফরম্যাটের ক্রিকেটে একটা ডট বলই যেখানে মহামূল্যবান, সেখানে মুস্তাফিজ এমন এক সময়ে মেডেন ওভার করলেন। তাও দল যখন একেবারেই ব্যাকফুটে।
বুধবার (১ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রানের পুঁজি পায় চেন্নাই। জবাব দিতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। এই হারের ফলে টেবিলের তিনে ওঠা হলো না চেন্নাইয়ের। ম্যাচে উইকেট পাননি মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে দিয়েছেন ২২ রান। তবে একটি মেডেন ওভারও করেছেন মুস্তাফিজ। যা এই ফরম্যাটে মহামূল্যবান। আর তার বোলিং স্পেলে মুগ্ধ হয়েছে চেন্নাই।
সামাজিক যোগাযোগমাধ্যমে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ শেষে চেন্নাই মুস্তাফিজের ছবি পোস্ট করে লিখেছে, ৪ ওভার, ২২ রান, ১ মেডেন। মুস্তাফিজের স্পেলের প্রশংসা করতেই হবে!