‘গামবোরা রোগে আক্রান্ত খুনি হাসিনা ভারতের মুরগির খোপে বসে ষড়যন্ত্রের ডিমে তাপ দিচ্ছে। সে এখন কুচো মুরগির মতো হয়ে গেছে যতই তাপ দিচ্ছে ষড়যন্ত্রের ডিম ফুটছেনা। ভারতীয় সরকার সাম্প্রদায়িক দাংগার যে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের সকল ধর্মের মানুষ একযোগে তা রুখে দিবে।’
আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুরে গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ সকল নাগরিকের মুক্তি ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধনে এসব কথা বলেন ছাত্রদল আহবায়ক সুলতান আহমেদ রাহী।
সুলতান আহমেদ রাহী বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় আবারও শহীদ জিয়াউর রহমান সৈনিক হিসাবে ছাত্রদল অস্ত্র হাতে নিয়ে ভারতের সাথে যুদ্ধ করতে প্রস্তুত। আমরা বীরের জাতী, লড়াই সংগ্রাম আমাদের রক্তে বহমান। বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র আমরা বরদাশত করবো না। সে সাথে দীর্ঘ ১৭ বছর বিএনপি ও ছাত্রদল সহ সকল নেতাকর্মীদের যেভাবে গুম খুন করা হয়েছে, সে সকল মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের শাস্তি দিতে হবে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপি ও ছাত্রদল সহ সকল নেতাকর্মীদের যেভাবে গুম খুন করা হয়েছে, সে সকল মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধীদের শাস্তি দিতে হবে। অনতিবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। আজ চার মাস অতিবাহিত হতে চলছে আজও গুম হওয়া আমাদের ভাই এর তথ্য ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার দিতে পারেনি, আজও স্বৈরাচার মুক্ত দেশে আমাদের নির্যাতিত দেশ প্রেমিক নেতা-কর্মীরা বাড়ি ফিরে আসেনি। আমরা আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি। অনতিবিলম্বে গুম হওয়া আমাদের ভাইদের ফিরিয়ে আনতে উদ্যেগ গ্রহন করুন। আমাদের ভাইদের হত্যার বিচার ছাড়া আমাদের কন্ঠস্বর দমিয়ে রাখা যাবে না।
মানববন্ধনে রাবি ছাত্রদলের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।