অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বিচারকদের উদ্দেশে হুটহাট করে কাউকে জামিন না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক সেমিনারে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন।
ড. আসিফ নজরুল বলেন, “পতিত ফ্যাসিস্টদের বিশাল অঙ্কের টাকার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। এজাহার সঠিকভাবে তৈরি করুন, তথ্য উপস্থাপন করুন। বিচারকরা যেন যাচাই-বাছাই করে জামিন দেন, এমনটাই অনুরোধ করছি। কারণ, আমরা একটি চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “গত ১৫ বছর ধরে দেশে অরাজকতা চলেছে। গুম, খুনের মতো ঘটনা ঘটেছে। প্রতিটি হত্যার বিচার নিশ্চিত করতে হবে, যাতে জনগণ বুঝতে পারে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হচ্ছে। বিচার বিভাগসহ সব প্রশাসনিক প্রতিষ্ঠান সঠিকভাবে কাজ করলে মবতন্ত্র কমে যাবে। তাই সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
সেমিনারে শিল্প মন্ত্রণালয় ও গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, “মানবাধিকার রক্ষা করেও সঠিকভাবে পুলিশিং করা সম্ভব। একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য এমন বিচার ব্যবস্থা প্রয়োজন, যেখানে ভিন্ন মত দমনের জন্য জেলখানাকে ব্যবহার করা হবে না। আমাদের সেই বাংলাদেশ গড়তে হবে।”