আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। তাই আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নেমেছে টাইগ্রেসরা। এই ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে সফরকারীরা।
হোয়াইটওয়াশের মিশনে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ নারীদল
সোমবার (২ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে সফরকারী আয়ারল্যান্ডের মেয়েরা। ওপেনিং জুটিতে সারাহ ফোর্বসকে সঙ্গে নিয়ে শুরুতেই মাঠে নামেন গ্যাবি লুইস। তবে ওপেনিং জুটিতে সুবিধা করতে পারেনি সফরকারী দল। দলীয় ৯ রানেই বাংলাদেশের ডানহাতি স্পিনার সুলতানা খাতুনের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন সারাহ।
এরপর ওয়ান ডাউনে নামা অ্যামি হান্টারকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন আইরিশ অধিনায়ক। দলীয় ৫২ রানে রাবেয়া খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন অ্যামি হান্টার। তার ব্যাক্তিগত ২৩ রান তোলার আগে ৪০ বল খরচায় ছিল একটি চারের মার। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সফরকারী অধিনায়ক।
নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৯ম ফিফটি তুলে নেন তিনি। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি লুইস।
আরএ//বিএন