গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, পবিত্র ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে আগামী ১২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ বন্ধ থাকবে।তাছাড়া ২৭ ও ২৮ জুন যথাক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার হওয়ায় দুইদিন বেশি ছুটি মোট ১৮ দিনের পাচ্ছে শিক্ষার্থীরা।
ছুটি শেষে আগামী ২৯ জুন (শনিবার) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা, বিভাগ ও অফিসসমূহ যথারীতি চালু করা হবে।
তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে হলের ডাইনিংগুলোও বন্ধ থাকবে বলে জানা যায়। এসময় কোন শিক্ষার্থী হল অবস্থান করতে চাইলে হল প্রশাসনের অনুমতি নিয়ে অবস্থান করতে পারবে।
পরিবহন অফিস সূত্রে জানা যায়, আগামী ১২জুন-২৮ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট ও বিকাল ৩টায় বাস টিপ চালু থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবা যথারীতি চালু থাকবে।