জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা ও হামদ-নাত প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ ) আইন ও বিচার বিভাগ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত হারুন আবদুল্লাহ খান বিশ্ববিদ্যালয়ের পাশের এক এতিমখানায় এই আয়োজন করেন।
কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতার পাশাপাশি ১৯৭৫ সালে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের শহীদ সদস্য এবং বিভিন্ন সময়ে ছাত্রলীগের যেসকল নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় দোয়া-মাহফিল করা হয়।
এই উদ্যোগ নিয়ে সিফাত হারুন আবদুল্লাহ খান বলেন, “বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সংগ্রামী সভাপতি,সহজ ও প্রাঞ্জল বক্তা,স্মার্ট ছাত্রনেতা সাদ্দাম হোসেন ভাই এবং সাধারণ সম্পাদক শেখ ইনান ভাইয়ের নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরতে আমরা এই পদক্ষেপ নিয়েছি।”
তিনি আরো জানান, আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা আগামীতে দেশে যেনো কেউ ধর্ম নিয়ে অপরাজনীতি করতে না পারে এবং কোনো প্রকার প্রোপাগাণ্ডা না ছড়াতে পারে সেজন্য সবসময় বরাবরের মত ক্যাম্পাসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্ক থাকবো।
রিভা সুলতানা,
নজরুল বিশ্ববিদ্যালয়