সিডনি টেস্টে জয় ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা টিকিয়ে রাখা কঠিন ভারতের জন্য। তবে সফরের এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম ইনিংসটাই হতাশায় মোড়ানো।
অস্ট্রেলিয়ার পেসারদের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৮৫ রানে অলআউট হয়েছে ভারত।
অফফর্মের কারণে রোহিত শর্মাকে বাদ দিয়ে লোকেশ রাহুলকে দিয়ে ইনিংস ওপেন করানোর সিদ্ধান্তও ফলপ্রসূ হয়নি। দলীয় ১১ রানেই রাহুল মাত্র ৪ রানে ফিরে যান। এরপর ১৭ রানে আউট হন জয়সওয়াল। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতীয় দল আর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।
ভারতের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেছেন ঋষভ পন্ত। রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে আসে ২৬ রান, আর অধিনায়ক জাসপ্রিত বুমরাহ করেন ২২। শুভমান গিল ২০ রান করেন। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড মাত্র ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। মিচেল স্টার্ক ৩ উইকেট শিকার করেন, খরচ করেন ৪৯ রান। প্যাট কামিন্সের ঝুলিতে যায় ২টি উইকেট।
আরএ//বিএন