সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এক সাক্ষাৎকারে তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা উল্লেখ করেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ১৯৭০ সালে ছাত্রলীগের কর্মী হিসেবে হাতে লেখা পোস্টার তৈরি ও প্রচারে অংশ নিয়েছিলাম আমি। যদিও সে সময় রাজনীতি ও ছাত্রলীগের উদ্দেশ্য সম্পর্কে আমার তেমন কোনো ধারণা ছিল না।
তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময় নিয়ে তিনি বলেন, “দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ, যুবলীগ এবং শ্রমিক লীগই ছিল প্রধান শক্তি। কিন্তু তারা তখন ধ্বংস ও লুটপাটের দিকে ঝুঁকে পড়েছিল। ঠিল সেই সময়েই জাসদ গঠিত হলে তরুণদের প্রতিবাদী মানসিকতা উদিত হয়। আমি তাদের দলে যোগ দিয়েছিলাম, কিন্তু পরে তাদের কর্মকাণ্ডে আমি দেখলাম, তারাও অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে।”
এ কারণে তিনি রাজনীতি থেকে সরে এসে ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানের মৃত্যু থেকে মাত্র ১৩ দিন আগে তিনি একটি গোপন ইসলামী ছাত্র সংগঠনে যোগদান করেন, যা তখন সম্পূর্ণ আন্ডারগ্রাউন্ড ছিল বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।
আরইউএস