ইসরায়েলে সফররত দুই ব্রিটিশ সংসদ সদস্যকে আটক করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ৫ এপ্রিল, শনিবার রাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক বিবৃতিতে জানান, সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে ইসরায়েল গিয়েছিলেন তারা। তবে, ইসরায়েলি কর্মকর্তারা তাদের কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছে। এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্কাই নিউজের প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের অভিবাসন মন্ত্রণালয় জানিয়েছে, আটক হওয়া এমপি হলেন লেবার পার্টির ইউয়ান ইয়াং এবং আবতিসাম মোহাম্মদ। কর্তৃপক্ষ সন্দেহ করছে, তারা নিরাপত্তা বাহিনীর কার্যক্রম রেকর্ড করার এবং ইসরায়েলবিরোধী মনোভাব ছড়ানোর চেষ্টা করতে পারেন।
ইউয়ান ইয়াং প্রতিনিধিত্ব করেন ইয়ারলি ও উডলি এলাকা, আর আবতিসাম মোহাম্মদ হলেন শেফিল্ড সেন্ট্রালের এমপি। তারা শনিবার লুটন থেকে ইসরায়েলে পৌঁছেছিলেন।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন:
❝ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি এরই মধ্যে স্পষ্ট করে জানিয়েছি ব্রিটিশ এমপিদের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আটক দুই এমপির সঙ্গে যুক্তরাজ্যের কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে এবং তাদের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি আমরা।❞
ল্যামি যোগ করেন, এর পাশাপাশি, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, রক্তপাত বন্ধ করা, জিম্মিদের মুক্তি এবং শান্তি আলোচনায় ফিরে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আশা রাখি, উভয়পক্ষ শীঘ্রই শান্ত হবে এবং সংঘাত বন্ধে সম্মত হবে।