চলতি বছর বিনোদন জগতে নানা ঘটনার সাক্ষীর পাশাপাশি দেশের বেশ কয়েকজন জনপ্রিয় তারকা জুটি তাদের প্রেমের সম্পর্ক থেকে বিয়ের পিঁড়িতে বসেছেন। চলুন দেখে নেওয়া যাক এমনি কিছু তারকা জুটি-
তাসনিয়া ফারিণ
জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর ১১ আগস্ট বিয়ে করেছেন শেখ রেজওয়ানকে। শেখ রেজওয়ান দেশের বাইরে একাটি কোম্পানিতে কর্মরত। ১৪ আগস্ট বিয়ের খবর জানান তাসনিয়া ফারিণ।
চাষী আলম
ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’এর অন্যতম জনপ্রিয় অভিনেতা চাষী আলম। ‘ব্যাচেলর পয়েন্ট’ এ ব্যাচেলর থাকলেও বাস্তব জীবনে তিনি বিয়ে করেছেন চলতি বছরের ২৫ আগস্ট।
অবন্তী সিঁথি
১৫ ডিসেম্বর লন্ডনপ্রবাসী অমিত দে’র সঙ্গে বিয়ের ঘোষণা দেন ‘শিসকন্যা’অবন্তি সিঁথি। ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে কাছের মানুষ ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
আয়মান সাদিক ও মুনজেরিন
টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ১৫ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে দুই পরিবারের মানুষদের উপস্থিতিতে বিয়ে করেন।