২০২৪ সালে ৯০০ এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরানে
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইরানে অন্তত ৯০১ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যার মধ্যে ৩১ জন নারী।
মঙ্গলবার (৭ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধের জন্য বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর হলেও, রাজনৈতিক বিরোধিতা ও ২০২২ সালের এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে হওয়া আন্দোলনের সঙ্গে মৃত্যুদণ্ডের যোগসূত্র রয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টার্ক এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইরানে মৃত্যুদণ্ডের ক্রমবর্ধমান প্রবণতা থামাতে হবে। ২০২৪ সালের এ সংখ্যা ২০২৩ সালের তুলনায় বেশি, যা ২০১৫ সালের পর সর্বোচ্চ।
২০২৪ সালে ৯০০ এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরানে আরো পড়ুন
জাতিসংঘ আরও জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীদের অধিকাংশই পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ বা জোরপূর্বক বিয়ের শিকার ছিলেন। এই পরিস্থিতিকে অত্যন্ত চিন্তাজনক হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মুখপাত্র।
২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর ঘটনায় হওয়া বিক্ষোভের পর থেকে ইরানে রাজনৈতিক অস্থিরতা আরও বেড়েছে। মাহসা, যিনি পুলিশের হেফাজতে ছিলেন, বাধ্যতামূলক পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে আটক হওয়ার পর মৃত্যুবরণ করেন। এই ঘটনা দেশজুড়ে ব্যাপক আন্দোলনের জন্ম দিয়েছিল।
জাতিসংঘের মতে, বিদায়ী বছরে নারীদের মৃত্যুদণ্ডের সংখ্যা গত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতিতে রাবির কর্মকর্তা-কর্মচারীরা আরো খবর পড়ুন ।
আরএস