২০২৪-২৫ অর্থ বছরে ৫৬টি সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ২শ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এই টাকা দিয়ে ভালো কোনো গবেষণা করা সম্ভব না। এই বরাদ্দকে একেবারেই কম বলছেন গবেষকরা। অন্যদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অবশ্য বলছে, এই অর্থের পুরো ব্যবহার নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য অর্থমন্ত্রী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা ব্যয়ের যে বাজেট উপস্থাপন করেন। সেখানে ৫৬ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য রাজস্ব বাজেট ৫ হাজার ৬ শত কোটি টাকা, উন্নয়ন বাজেট ৫ হাজার কোটি ও গবেষণায় বরাদ্দ মাত্র ২০০ কোটি টাকা। প্রতিটি বিশ্ববিদ্যালয় গড়ে মাত্র সাড়ে ৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে গবেষণায়।
দীর্ঘদিন ধরেই জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়ে আসছেন শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। কিন্তু আসন্ন অর্থবছরের জন্য শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা ১২ শতাংশ পার হয়নি। যদিও টাকার অঙ্কে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের চেয়ে ৬ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মোট ৯৪ হাজার ৭১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই হিসেবে এবার জাতীয় বাজেটের প্রায় ১১ শতাংশের ৮৮ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।