মেয়াদোত্তীর্ণ হওয়ার পর নবায়নের আবেদন না করায় ৭টি টেলিকম প্রতিষ্ঠানের পাবলিক সুইচড টেলিফোন নেটওয়ার্ক (পিএসটিএন) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
সোমবার (২০ জানুয়ারি) বিটিআরসির লাইসেন্সিং শাখার পরিচালক এম এ তালেব হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো টেলিবার্তা লিমিটেড, র্যাংকস টেলিকম লিমিটেড, ন্যাশনাল টেলিকম লিমিটেড, বাংলা ফোন লিমিটেড, ওয়েসটেক লিমিটেড, ওয়ানটেল কমিউনিকেশন লিমিটেড এবং ইন্টিগ্রেটেড সার্ভিস লিমিটেড।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইসেন্স মেয়াদোত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানগুলো নবায়নের জন্য আবেদন করেনি। তাই তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর অধীনে শাস্তিযোগ্য অপরাধ।
বিটিআরসি আরও জানায়, বাতিল হওয়া লাইসেন্সের মূল সনদ কমিশনে জমা দিতে হবে এবং কমিশনের যেকোনো বকেয়া পাওনা আগামী ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এ সিদ্ধান্ত টেলিযোগাযোগ খাতের শৃঙ্খলা নিশ্চিত করতে এবং আইনপ্রয়োগ আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরইউএস