৫৮তম বিশ্ব ইজতেমায় অংশ নিতে ইতিমধ্যে ৭২টি দেশের ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন। তারা ময়দানে নির্ধারিত খিত্তায় অবস্থান করে দেশি-বিদেশি আলেমদের বয়ান শুনছেন।
শুরায়ি নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন, জানিয়ে বলেন, এই সংখ্যা আরও বাড়বে। আজ শুক্রবার সকাল পর্যন্ত ময়দানে বিদেশি মুসুল্লির সংখ্যা ২,১৫০ জন ছাড়িয়েছে।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে সকাল পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল অনুষ্ঠিত হবে। তালিমের আগে ভারতের মাওলানা জামাল সাহেব মোজাকেরা (আলোচনা) করবেন। এছাড়া, পাকিস্তানের মাওলানা জিয়া উল হক সাহেব বাদ ফজর বয়ান করেছেন এবং অন্যান্য আলেমরা যথাক্রমে মিম্বারে বয়ান করবেন।
এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রথম ধাপে অংশ নেবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যেখানে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন। দুই ধাপের শেষে আখেরি মোনাজাত হবে যথাক্রমে ২ ফেব্রুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি।
১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের ইজতেমা অনুষ্ঠিত হবে সাদ অনুসারীদের আয়োজনে, এবং ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা শেষ হবে।