তিব্বতে জোড়া ভূমিকম্প
চীনের তিব্বতের টিংরিং কান্ট্রিতে সোমবার (১৩ জানুয়ারি) জোড়া ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৪.৯ এবং ৫। চায়না ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।
এর ঠিক এক সপ্তাহ আগে, তিব্বতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ঘটে, যাতে ১২৬ জনের মৃত্যু এবং ১৮৮ জন আহত হয়। ওই ঘটনায় এক হাজারেরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এশিয়ার দুই বৃহৎ দেশ, চীন ও ভারত, হিমালয় অঞ্চলে জলবিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি করছে। গবেষণায় দেখা গেছে, ওই অঞ্চলে ৬৮টি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, যেগুলোর মধ্যে মাত্র পাঁচ শতাংশ প্রকল্প চালু হয়েছে। তবে আরও ১০১টি বাঁধ নির্মাণের পরিকল্পনা চলছে, যা ভূমিকম্পের ঝুঁকি আরও বাড়াচ্ছে।
মাউন্ট এভারেস্ট অঞ্চলের উত্তর প্রবেশদ্বারে চীন ও ভারতের উচ্চাভিলাষী প্রকল্পগুলো নিয়ে বিশেষজ্ঞরা আগেও উদ্বেগ প্রকাশ করেছিলেন। চীনের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ পরিকল্পনাকে এই ঝুঁকির অন্যতম উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। আরো খবর পড়ুন সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান ৬ ইইউ রাষ্ট্রের ।
আরইউএস