ফ্রান্সের ডানপন্থি নেতা ল্য পেনের জীবনাবসান
ফ্রান্সের কট্টর ডানপন্থি রাজনীতিক এবং ন্যাশনাল ফ্রন্ট (বর্তমানে ন্যাশনাল র্যালি) পার্টির প্রতিষ্ঠাতা জ্যঁ-মারি ল্য পেন ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৭ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তার পরিবার জানিয়েছে।
১৯৭২ সালে ন্যাশনাল ফ্রন্ট পার্টি প্রতিষ্ঠা করেন ল্য পেন, যিনি হলোকাস্ট অস্বীকার এবং অভিবাসন, বর্ণ ও লিঙ্গ বিষয়ে চরমপন্থি মতাদর্শের জন্য পরিচিত ছিলেন। ২০০২ সালে ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় তিনি জ্যাক শিরাকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ল্য পেনের মেয়ে মেরিন ল্য পেন ২০১১ সালে দলের নেতৃত্ব গ্রহণ করে এর নাম পরিবর্তন করেন এবং ন্যাশনাল র্যালি নামে একে ফ্রান্সের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তিতে পরিণত করেন। ২০২২ সালে দলের বর্তমান নেতা জর্ডান বারডেলা ল্য পেনকে ফ্রান্সের সেবা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য শ্রদ্ধা জানান।
ল্য পেনের মৃত্যুতে ফরাসি প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু এবং স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইও শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন, তার মৃত্যুর মাধ্যমে ফ্রান্সের ইতিহাসের একটি অধ্যায় শেষ হলো।
কট্টর ডানপন্থি নেতা এরিক জেমুর ল্য পেনকে ফ্রান্সের অস্তিত্ব সংকটের বিষয়ে প্রথম সতর্ককারী হিসেবে অভিহিত করেছেন। তবে বামপন্থি নেতা জ্যাঁ-লুক মেলঁশোঁ বলেন, ল্য পেনের ঘৃণা, বর্ণবাদ, ইসলামভীতি ও ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে লড়াই চলবে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে ল্য পেন ফ্রান্সের অন্যতম বিতর্কিত নেতা ছিলেন। তার কঠোর অভিবাসনবিরোধী নীতির কারণে সমর্থকরা তাকে ভোট দিলেও তার চরম মন্তব্য তাকে একাধিকবার আইনি ঝামেলায় ফেলেছিল। তবুও, ২০০২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় জায়গা করে নেওয়া ছিল তার অন্যতম রাজনৈতিক সাফল্য। আমাদের বিডিএন ৭১ ইউটিউব ঘুরে আসুন। ২০২৪ সালে ৯০০ এর বেশি মৃত্যুদণ্ড কার্যকর ইরানে আরো খবর পড়ুন ।
আরএস