চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী গত সোমবার এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন। তিনি তার বক্তব্য নিজের ফেসবুক লাইভেও প্রচার করেন। ভিডিওতে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও কটূক্তি করেন।
১৮ মিনিটের ওই ভিডিওতে চেয়ারম্যান মুজিবুল হককে বলতে শোনা যায়, ‘পিটার হাস বলেছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস, আমরা খাই পাঁচ আঙুলের ভাত। আর তুই খাস ফিডার। পিটার হাস তুই হলি বিএনপির ভগবান। আর তোরে এমন পিটুনি দেব…’
মুজিবুল হক আরও বলেন, ‘বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বললেন, পিটার হাস তাঁদের জন্য ভগবান হয়ে এসেছেন। এদিকে আমরা পিটার হাসকে ভগবান মানি না, আমরা সৃষ্টিকর্তাকে ভগবান মানি। বিএনপির সঙ্গে এখন আবার যুক্ত হয়েছেন আরও একজন। তাঁর নাম সুদি ইউনূস, যাকে আমরা ডাক্তার ইউনূস বলি।’
এ প্রসঙ্গে গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে জবাবে বেদান্ত প্যাটেল বলেন, মার্কিন কূটনীতিক ও দূতাবাসের নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কূটনৈতিক কর্মকর্তা-কর্মচারী ও স্থাপনা নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করাকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকি। এই ধরনের সহিংস বক্তব্য খুবই অসহযোগিতামূলক আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের সহিংস বক্তব্য খুবই সমর্থন অযোগ্য। আমরা আশা করি, যেকোনো স্বাগতিক দেশের সরকার মার্কিন কূটনীতিক ও স্থাপনার নিরাপত্তা বজায় রাখতে সব ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গে ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দেন বেদান্ত প্যাটেল।
পাটেল আরো বলেন, আমরা বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রার্থী বা দলকে সমর্থন করি না। আমাদের আশা-আকাঙ্ক্ষা হলো, বাংলাদেশের আগামী নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়। সে জন্য আমরা সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অংশীদারদের সঙ্গে কাজ করে যাচ্ছি।